নিজস্ব প্রতিবেদক:কিশোরী অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মোজাফফর হোসেন’কে দীর্ঘ ১৬ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা ছয়টার সময় কিশোরী অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব জানায়, ২০০৮ সালে মো. মোজাফফর হোসেন ও তার সহযোগীরা মিলে ভুক্তভোগী এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে আসে। পরে ভুক্তভোগীর বাবা জানতে পারে তার মেয়েকে আসামি মোজাফফর হোসেন ও তার সহযোগীরা অপহরণ করেছে। এ ঘটনায় ওই মেয়েটির বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭ ধারায় চার্জশিট দেন। আদালত বিচার শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেন।
গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ার পর থেকে আসামি মো. মোজাফফর হোসেন দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. মোজাফফর হোসেন রংপুর জেলার পীরগাছা থানার মো. আবুল হোসেনের ছেলে।
এনডিটিভিবিডি/১৫জানুয়ারি/এএ