ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

৭ জানুয়ারি ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা

ডিসেম্বর ২৪, ২০২৩
রাজনীতি
৭ জানুয়ারি ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক; আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ উপলক্ষে এদিন সারাদেশে সাধারণ ছুটি ঘোষণার নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমান।চিঠিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। এটি শেষ হবে ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

(এনডিটিভি/২৪ডিসেম্বর/এনএস