ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আদালতের তিন তলা থেকে পড়ে গেলেন মামুন-সীমা দম্পতি

জানুয়ারী ১৫, ২০২৪
আইন-আদালত
আদালতের তিন তলা থেকে পড়ে গেলেন মামুন-সীমা দম্পতি

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর করা যৌতুকের মামলায় আদালতে এসে তিন তলা ভবন থেকে নিচে পড়ে গেছেন মামলার বাদি ও বিবাদি এক দম্পতি। আহত অবস্থায় তাদের উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের শারীরিক তেমন কোনো ক্ষতি না হলেও কলহের মাত্র আরও বেড়েছে। যৌতুক থেকে এখন ঘটনা গড়িয়েছে হত্যা চেষ্টা পর্যন্ত। বর্তমানে মামুন-সীমা দম্পতি একে অপরকে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন।

সোমবার দুপুরে মেহেরপুর জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে।

মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক জানান, তিন তলা থেকে পড়েও বিষ্ময়কভাবে দুই জনের শারীরিক তেমন কোনো ক্ষতি হয়নি। তাদের প্রয়োজনীয় চিকিসা চলছে।

এনডিটিভি/১৫ জানুয়ারী