ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে ঐতিহাসিক আল আমীন হাশেমী দরবার শরীফে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে আশেকানে মুস্তাফা (সা.) বাংলাদেশ -এর আয়োজনে ।
শুক্রবার (৫ এপ্রিল) বাদ জোহর শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল চলে।
ওরশ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা ক্বারী মোহাম্মদ সাদেকুর রহমান হাশেমী। মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা ও দোয়া-মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে আজীবন সদস্য সম্মাননা স্মারক প্রদান করা হয় সংগঠনের কেন্দ্রীয় পরিষদের কার্যকরি সদস্য, সৈয়দ এমরান প্রাইভেট লিমিটেড ও সৈয়দ এমরান টেকনিক্যাল ইন্সটিটিউটের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ এমরানকে।