ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী গরু কোরবানি দিয়ে স্থানীয়দের বিরিয়ানি খাওয়ানোর আয়োজন করেছেন। রোববার (১১ মে) বিকেলে নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামের নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রাঙ্গণে এ আয়োজন করেন তিনি।
রফিকুল ইসলাম মাদানী বলেন, “আমরা জীবিত থাকব আর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করবে, তা হতে পারে না। সরকার আওয়ামী লীগের বিচার করতে ও আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে জাতির কাছে দায়বদ্ধ।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সম্পন্ন হওয়া উচিত। তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও মানুষের অধিকারকে হরণ করেছে।”
উল্লেখ্য, রফিকুল ইসলাম মাদানী বিভিন্ন সময় আওয়ামী লীগ ও ভারতের প্রতি নমনীয়তা না দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বাংলার জমিনে আওয়ামী ফ্যাসিবাদীদের ঠাঁই নেই।” এছাড়া, “নতুন সরকারের প্রতি আহ্বান, ভারত কিংবা আওয়ামী লীগের ব্যাপারে নমনীয়তা প্রকাশ করবেন না। উদারতার নামে কোন নমনীয়তা নয়। কোন নমনীয়তা চলবেনা, কোন নমনীয়তা মানা হবে না।”