নিজস্ব প্রতিবেদক:ঢাকার আশুলিয়া থানার জিরাবো এলাকার সুমাইয়া হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম শেখ রাব্বি হোসেন। শনিবার দিবাগত রাতে যশোরের মনিরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে র্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে র্যাব-৪ এবং র্যাব-৬ এর যৌথ আভিযানিক দল যশোরের মনিরামপুর থানার রহিতা শেখপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে আশুলিয়ার চাঞ্চল্যকর সুমাইয়া হত্যাকান্ডের মূলহোতা শেখ রাব্বী হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, চলতি বছরের ১১ জানুয়ারি বেলা তিনটার সময় আশুলিয়া থানার জিরাবো এলাকায় ইয়াকুব আলীর ভাড়াটিয়া সুমাইয়া নামে এক তরুনীর লাশ উদ্বার করা হয়। পরবর্তীতে লাশ উদ্ধারের খবর পেয়ে র্যাব ৪, সিপিসি ২ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আর র্যাবের অত্যাধুনিক ঙওঠঝ যন্ত্রের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করে।
এ ঘটনায় নিহত সুমাইয়ার ভাই বাদী হয়ে গত ১২ আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নিহতের স্বামী শেখ রাব্বি হোসেন কে আসামি করা হয়।
নিহত সুমাইয়া খুলনা জেলার পাইকগাছা থানার মালথ গ্রামের মনির উদ্দিনের মেয়ে।
গ্রেপ্তারকৃত রাব্বীর বরাত দিয়ে র্যাব জানায়, শেখ রাব্বী হোসেনের সাথে তিন বছর আগে পোশক কারখানায় চাকরি করার সময় সুমাইয়ার সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক হয়। তারা পরবর্তীতে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর তাদের মাঝে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাক-বিতন্ডা এবং কলহ লেগে থাকত। ঘটনার দিন দুপুে বেলায় শেখ রাব্বীর সাথে সুমাইয়ার মধ্যে আবারও পারিবারিক বিষয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে শেখ রাব্বী ক্ষিপ্ত হয়ে সুমাইয়ার গলা টিপে শ্বাস রোধে হত্যা করে পালিয়ে যায়।
এনডিটিভিবিডি/২১জানুয়ারি/এএ