নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছেন। রবিবার সকাল ১১ টার দিকে নির্বাচনী গণসংযোগ ও মিছিলের মধ্যে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক।
তিনি বলেন, নির্বাচনী মিছিলের মধ্যে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। বিস্তারিত এখনও জানতে পারি নি। প্রত্যক্ষদর্শী দর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১১ টার দিকে পূর্ব নির্ধারিত নির্বাচনী গণ সংযোগের মিছিলের মধ্যে এক গ্রুপের সদস্যরা আরেক গ্রুপের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিছিলের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের কে স্থানীয়রা রিকশা করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। দুই গ্রুপের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলো- মো.মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি, মো. সৌরভ। তারা সবাই আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। তবে কোন গ্রুপের সেটি নিশ্চিত হওয়া যায় নি। হামলার সময়ে উপস্থিত এক আওয়ামী লীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন চাপাতি হাতে জাহাঙ্গীর কবির নানকের কাছে গিয়ে উচিয়ে ধরে। পাশে থাকা নেতাকর্মীরা নানককে সরিয়ে নেওয়ার পরপরই সংঘর্ষ শুরু হয়। হামলায় কাটাসুর ও রায়েরবাজার এলাকার দুই গ্রুপের ছাত্রলীগের লোকজন জড়িত।
এনডিটিভি/২৪ ডিসেম্বর