ঢাকা , সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

‘বাঘি’ সিনেমায় বিকিনি পরার জন্য আজও লজ্জিত সালমান খান

ডিসেম্বর ২২, ২০২৪
বিনোদন
‘বাঘি’ সিনেমায় বিকিনি পরার জন্য আজও লজ্জিত সালমান খান

নিজস্ব প্রতিবেদক : বলিউড ভাইজান সালমান খান। ক্যারিয়ারে একের পর এক সুপারহিট সিনেমায় কাজ করেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে কখনো হয়েছেন রোম্যান্টিক, কখনো বিধ্বংসী।

তবে সালমানকে একটি সিনেমায় দেখা গেছে বিকিনিতে। যে দৃশ্যে অভিনয় করে আজও লজ্জিত এই নায়ক।

সাল ১৯৯০, ‘বাঘি’ সিনেমায় অভিনয় করেন সালমান খান। যেই ছবির একটি দৃশ্য ছিল, কলেজ ক্যাম্পাসে বিকিনি পরে দৌঁড়াচ্ছেন অভিনেতা।

সালমান একটি সাক্ষাৎকারে জানান, এই দৃশ্যটি একটি ইংরেজি সিনেমা থেকে নকল করা হয়েছিল। অভিনেতার জন্য এই দৃশ্যটি করা বাধ্যতামূলক ছিল, কারণ সিনেমার গল্পে এই দৃশ্যের মাধ্যমে একটি বড় টুইস্ট আসতে চলেছে।

সালমান জানান, দৃশ্যেটি এমন ছিল, যেখানে তাকে বিকিনি পরে দৌড়াতে হবে। সেটে সিনেমার শুটিং দেখতে আসা লোকজনের ভিড়ও জমেছিল। শট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিকিনিতে দৌড়াতে শুরু করেন।

কিন্তু তারপরই ঘটে বিপত্তি। সিনেমার শুটিংয়ে অংশগ্রহণকারী শিল্পীদের পাশাপাশি সেখানে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষও অভিনেতার পেছনে দৌড়াতে শুরু করে। কোনোমতে সেখান থেকে নিজের সম্মান নিয়ে ফেরেন সালমান।

সেই ঘটনা তুলে ধরে সালমান খান একটি সাক্ষাৎকারে বলেন, 'বাঘি' সিনেমার বিকিনি পরার দৃশ্য এবং সেটে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটি তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত ছিল। তিনি সেই সময় লজ্জায় অস্থির হয়ে পড়েছিলেন।

সালমান আরও বলেন, সেই দৃশ্যের কারণে আজও তিনি লজ্জিতবোধ করেন।

সালমানের ক্যারিয়ারে 'বাঘি' ছিল তৃতীয় সিনেমা, যা হিট হয়েছিল। এই সিনেমাটি ২১ ডিসেম্বর ১৯৯০ সালে মুক্তি পায়। সিনেমায় সালমানের সাথে নগমা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এটি ছিল তার প্রথম সিনেমা।

সিনেমার গানগুলো দারুণ হিট হয়েছিল। সেই বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলির মধ্যে এটি ছিল সপ্তম। সিনেমাটি বক্স অফিসে ৫.৫ কোটি টাকা আয় করেছিল। 'বাঘি'-র আগে সালমান 'বিবি হো তো অ্যায়সি' এবং 'ম্যায়নে প্যায়ার কিয়া'-তে অভিনয় করেছিলেন এবং এই দুটি সিনেমাই হিট হয়েছিল।

এনডিটিভিবিডি/২২ডিসেম্বর/এএ