ডেস্ক রিপোর্ট: হাতকড়া পরা আসামি চালাচ্ছেন বাইক আর পেছনে বসে রয়েছেন পুলিশ। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে। এমনকি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর রীতিমতো তা ভাইরাল হয়েছে গেছে।
ভারতীয় সাংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাতকড়া পরে আসামির বাইক চালানোর ভিডিওটি এখন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, হাতকড়া পরা অবস্থায় বাইক চালাচ্ছে আসামি, আর পেছনে বসে আছেন একজন পুলিশ সদস্য। এই অদ্ভুত দৃশ্যটি মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন একজন প্রাইভেটকার যাত্রী। মাইক্রো ব্লগিং সাইট এক্সে শেয়ার করার পরপরই এটি ভাইরাল হয়।
অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়—হেলমেট ছাড়াই হাতকড়া পরা অবস্থায় বাইক চালাচ্ছে আসামি। আর হেলমেট পরে পেছনে বসে আছেন ওই পুলিশ সদস্য। এসময় একটি লম্বা দড়িতে আসামির হাত বাধা ছিল, লাগাম ছিল পেছনে বসা পুলিশের হাতে।
জানা গেছে, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মেনপুরির রাস্তায় দেখা গেছে এ দৃশ্য। সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, পুলিশ কনস্টেবল না কি ঠান্ডায় বাইক চালাতে পারছিলেন না। এ কারণে আসামিকে চালানোর দায়িত্ব দেন। পাশ দিয়ে যাওয়ার সময় এক প্রাইভেটকারের আরোহী এই দৃশ্যের ভিডিও ধারণ করেন।
অভিযুক্তের পরিচয় এখনো জানা যায়নি। মেনপুরি পুলিশ ঘটনাটি স্বীকার করে জানিয়েছে, ‘এ বিষয়ে তদন্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এনডিটিভি/এলএ