দেশের বাজারে রিয়েলমি উন্মোচন করেছে ব্র্যান্ডের সেরা এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট রিয়েলমি নোট ৫০। যার মূল্য শুরু হয়েছে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকা থেকে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়েলমি জানায় ‘লং-লাস্টিং ভ্যালু কিং’ নামে পরিচিত এই ফোনে গ্রাহকরা পাচ্ছেন স্থায়িত্বের নিশ্চয়তার পাশাপাশি কম খরচে একটি স্মার্টফোন কেনার সুযোগ।
এই ফোনে রয়েছে ‘আইপি৫৪ রেটিং’ এর পানি ও ধুলারোধী সার্টিফিকেশন। আরও রয়েছে একটি শক্তিশালী ইন্টারনাল ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো এবং একটি কঠিন গ্লাস স্ক্রিন