ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বান্দরবানে দুইশ শীতার্তদের মাঝে ইউএসটিসি'র শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর ৩০, ২০২৩
বাংলাদেশ
বান্দরবানে  দুইশ শীতার্তদের  মাঝে ইউএসটিসি'র শীতবস্ত্র বিতরণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে দুইশত শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও পেট্রোলয়াম জেলি বিতরণ করেছেন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)।
শনিবার বান্দরবান সদরের জামছড়ি ইউপির থোয়াইংগ্যা পাড়ায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
চট্টগ্রামের প্রথম ও শীর্ষ স্থানীয়  বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) অথরিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগীতায় বান্দরবান সদরের জামছড়ি ইউপির থোয়াইংগ্যা উপরের পাড়া, নিচের পাড়া, মিঞ্জিরি পাড়া ও চড়ুই পাড়ার দুইশত জন শীতার্তদের মাঝে কম্বল ও পেট্রোলিয়াম জেলি দেওয়া হয়।
এসময় প্রতিষ্ঠানটির ছাত্র কল্যাণ উপদেষ্টা কমিটি ইউএসটিসি'র উপদেষ্টা ড. মাইকেল দত্ত, সহকারী উপদেষ্টা মো. রবিউল আলম,আইকিউএসির ডিরেক্টর ড.অনিন্দ্য কুমার নাথ, সহকারী প্রক্টর এটিএম ইউছুফ,তপু বিশ্বাস ও শিক্ষার্থীসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
এনডিটিভিবিডি/৩০ ডিসেম্বর/এনসি