নিজস্ব প্রতিবেদক: শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যুব-তারুণ্যের সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমেরিকা চ্যালেঞ্জ করে বলেছে, এই ভোটে মানুষের উপস্থিতি হবে না, মানুষ ভোট দিতে যাবে না। তাদের চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে। এই যুদ্ধটা একই পরাশক্তি আমেরিকা, একই শক্তি জামায়াত-বিএনপির বিরুদ্ধে। এই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ এসেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে অবশ্যই নৌকাকে জেতাতে হবে। শুধু জিতলেই হবে না। গতবারের চেয়ে বেশি ভোটে জিততে হবে। তিনি আরও বলেন, আমি একাত্তর সালে যখন যুদ্ধে গিয়েছিলাম, তখন আমার বয়স ছিল ২১ বছর। তখন যারা যুদ্ধে গিয়ে প্রায় সকলের বয়স ১৮ হতে ২৬ বছর ছিল। এ কথা বলা এই জন্য, এই পৃথিবীটা বদলে দিতে পারে যুবকরা। বয়স তাদের এমন, বদলে দেওয়ার ক্ষমতাটা। সমাবেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল হক লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবলু, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাছিমা জামান ববি, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ প্রমুখ।
এনডিটিভি/২৩ ডিসেম্বর