নিজস্ব প্রতিবেদক : আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সদস্য এবং বার কাউন্সিলের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর পদত্যাগ চেয়ে আলটিমেটাম দিয়েছেন সাধারণ আইনজীবীরা। দুর্নীতিবাজ এসব কর্মকর্তার পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তারা।
দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) বার কাউন্সিলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ আইনজীবী সমাজের নেতারা।
এ সময় বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী নেতা মোহাম্মদ আলী, মাহবুবর রহমান খান, শহীদুল ইসলাম সপু, সালমা সুলতারা সোমা, মু. কাইয়ুম প্রমুখ।
এনডিটিভিবিডি/১৩আগস্ট/এএ