ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বেনজীর-আজিজরা সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড: রিজভী

Jun ০৯, ২০২৪
রাজনীতি
বেনজীর-আজিজরা সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বেনজীর-আজিজকে সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেনজীর-আজিজসহ দুর্নীতিবাজ ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ কর্মসূচি করা হয়।
মানববন্ধনে বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের বিষয়ে বেনজীরের মন্তব্য তখন কি ছিল? কত ধমক, কত হুমকি তিনি তখন দিয়েছিলেন। তিনি প্রকাশ্যে এ দেশের নাগরিক বিরোধীদলের নেতাকর্মীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তখন তাকে গ্রেফতার করা হয়নি। কারণ ক্ষমতার রক্ষক ছিলেন তিনি। আর এ রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের পরে এ আজিজ সাহেব বলেছিলেন স্বাধীনতার পর নাকি এত সুষ্ঠু নির্বাচন হয়নি। অর্থাৎ ২০১৮ সালের যে নির্বাচনকে দেশের মানুষ মিডনাইট এর নির্বাচন বলে সেই নির্বাচনকে তিনি তকমা দিলেন স্বাধীনতার পরে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন।’

রিজভী বলেন, ‘এত বড় একটি ঘূর্ণিঝড়ে মানুষের ঘর উড়ে গেল, চাল উড়ে গেল, সুন্দরবনের হরিণ ভেসে গেল, দেড় লাখ বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেল। কিন্তু কয়জন মন্ত্রী সেখানে গেছেন? পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন, কিন্তু প্রতিদিন সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হচ্ছে একটি প্রতিবাদ করতে পারেন না।’
সংগঠনের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ারসহ অনেকে।
এনডিটিভিবিডি/০৯জুন/এএ