নিজেস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস বা মিশনের প্রধান ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে আগামী ৪ জানুয়ারি সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার এক চিঠিতে নির্বাচন
কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।
চিঠিতে জানানো হয়, এই সভায়
অবাধ ও নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় নির্বাচন সম্পন্ন করার জন্য ইসির কী
কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে বিদেশি মিশনের প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও
বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।
এ চিঠিতে উল্লেখ করা হয়,
কূটনীতিকদের আমন্ত্রণ এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার
জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করা হয়েছে।
(এনডিটিভি/২৬ডিসেম্বর/এনএস)