নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন কারণে যারা বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন এরা কেউ দলের সদস্যপদ নবায়ন করতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নবায়ন ফরম দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রিজভী বলেন, যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবেন না। যদিও তাদের সদস্যপদ ছিল। কিন্তু আমরা যখন বহিষ্কার করি তখন সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করি। তারা প্রাথমিক সদস্যপদ নিতে পারবেন না।
রিজভী বলেন, আমরা শুনতে পেয়েছি দলে নানাদিক থেকে, নানাভাবে ঢুকতে চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিবাদী কীটপতঙ্গ। এই কীটপতঙ্গরা যেনো ঢুকতে না পারে, এই ব্যাপারে জেলাগুলোকে শক্ত নির্দেশনা দিচ্ছি। আমরা প্রাইমারি মেম্বারশিপ রাইট যেটা শুধু যারা আগে আছেন তাদেরকেই দিচ্ছি।
তিনি বলেন, নানা ছোট ঘটনা নিয়েই বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদের দোসররা তো আছেনই নানাভাবে, প্রশাসনে, পুলিশে নানা জায়গা থেকেই তারা কাজ করছেন। সেজন্য আমরা যেন রাজনৈতিক কার্যক্রম স্বচ্ছ রাখতে পারি, দোসররা ঢুকতে না পারে, অপপ্রচার যেন না করতে না পারে সেজন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ।
গণঅভ্যুত্থানের ঐক্যে ফাটল নিয়ে রিজভী বলেন, এই গণতান্ত্রিক ঐক্যের বিভেদ হোক আমরা কিন্তু এমন কিছু করছি না। চেষ্টা করছি এই বৃহৎ গণতান্ত্রিক ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করার। আন্দোলনের বিজয় অনেক বড় শক্তি। রাষ্ট্রের বাইরে থেকেও অনেক চক্রান্ত, ষড়যন্ত্র আছে, রাষ্ট্রের ভিতর থেকেও আছে।
এনডিটিভিবিডি/২৮জানুয়ারি/এএ