নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, বিরোধীদলবিহীন ডামি নির্বাচন দেশ-বিদেশের কোথাও গ্রহণযোগ্যতা পাবেনা। তিনি বলেন, "আওয়ামীলীগ আমি ও ডামির নির্বাচন করছে। এই নির্বাচন ৬২ টি রাজনৈতিক দল বর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে পথসভায় তিনি এসব কথা বলেন।
গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে মঙ্গলবার বেলা পৌনে ১২ টায় রাজধানীর কাকরাইলে নাইটিংগেল মোড় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে গণঅধিকার পরিষদ। নাইটিংগেল মোড়,বিজয়নগর এলাকায় লিফলেট বিরতণ ও গণসংযোগ শেষে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে গণঅধিকার পরিষদ।
সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, জনগণও ভোটকেন্দ্রে যাবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু জনগণকে ভয় দেখিয়ে ভোটকেন্দ্র নেওয়ার জন্য আওয়ামী ভয় দেখাচ্ছে, এনআইডি কার্ড ও ভাতা সুবিধা বাতিলের হুমকি দিচ্ছে। বিরোধীদলবিহীন ডামি নির্বাচন দেশ-বিদেশের কোথাও গ্রহণযোগ্যতা পাবেনা। ইতোমধ্যে আমেরিকার প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তাদের পক্ষ থেকে আগেই বলা হয়েছিলো সংলাপ, সমঝোতার মাধ্যমে নির্বাচনী পরিবেশ তৈরি করে অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নিতে। কিন্তু সেটি করা হয়নি। বরং জাতীয় পার্টিকে ২৬ টি আসন ছাড় দিয়ে নির্বাচনে নিয়েছে।
দলের সিনিয়র যুগ্ম সাধারণ হাসান আল মামুন বলেন,"দেশ বরেণ্য অর্থনীতিবীদ নোবেল বিজয়ী ড.মোহাম্মদ ইউনূসকে সরকার শুধু মাত্র ব্যক্তিগত আক্রোশের মাধ্যমে মিথ্যা রায়ে ৬ মাসের সাজা দিয়েছে। এতে করে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আন্তর্জাতিক গণ মাধ্যমে ড. মোহাম্মদ ইউনূসের রায়কে শেখ হাসিনা সরকারের প্রতিহিংসার রায় বলে প্রকাশ করছে। বাংলাদেশের মানুষ স্পষ্টই বুঝতে পারছে শেখ হাসিনা সরকার আদালতকে নির্দেশনা দিয়ে এই রায়ের প্রতিফলন ঘটিয়েছেন।
এনডিটিভিবিডি/০২জানুয়ারি/এএ„