মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চান্দগাঁও থানার একটি কাঁচাঘর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক মাদক কারবারি অক্সিজেন শহীদ পাড়া এলাকার মোঃ হানিফের পুত্র মোঃ জুয়েল (৩৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাঁচাঘরের পাশে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রির জন্য মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়, যেখানে ঝোপের আড়ালে কালো পলিথিনে মোড়ানো ২৩ বান্ডেল থেকে মোট ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ জুয়েলকে আটক করা হয়। আটক মাদক কারবারি ও জব্দকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এনডিটিভি/এলএ