নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাঁদা না পেয়ে মো. হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গুলি করেছে সন্ত্রাসীরা। আহত হোসেন মাটি কাটার ভেকু মেশিনের চালক ছিলেন।
সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে সন্দ্বীপের খায়ের মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ মো. হোসেন চর এলাহী ইউনিয়নের উড়িরচর ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভেকুচালক হোসেন তার ভেকু দিয়ে বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ করতেন। গত কয়েকদিন আগে সন্দ্বীপের রাহাত বাহিনীর প্রধান মো. রাহাত ও তার সহযোগী সাদ্দাম ভেকুচালক হোসেনের কাছে মোটা অংকের টাকা দাবি করে। তাদের দাবি করা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সোমবার রাতে এ নিয়ে হোসেনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ঘটনা ঘটে। এর একপর্যায়ে হোসেনের দুই পায়ে গুলি করে রাহাত বাহিনীর সদস্যরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ হোসেনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ওসি প্রনব চৌধুরী বলেন, ঘটনাস্থল সন্দ্বীপ এলাকায়। ভেকুচালক হোসেনকে রাহাত বাহিনীর লোকজন গুলি করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।