ঢাকা , শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

চীনে কুকুরকে বাঘ সাজিয়ে চিড়িয়াখানায় প্রদর্শন

জানুয়ারী ৩১, ২০২৫
আন্তর্জাতিক
চীনে কুকুরকে বাঘ সাজিয়ে চিড়িয়াখানায় প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক : বাঘের মতো দেখাতে চীনের একটি চিড়িয়াখানায় দুটি কুকুরের গায়ে রঙ করার ঘটনা ঘটেছে। বিষয়টি সাধারণ মানুষের নজরে আসার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, চীনের জিয়াংশু প্রদেশে তাইঝুতে ওই চিড়িয়াখানাটি অবস্থিত। জানা গেছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ডাউইন অ্যাপে ( চীনের টিকটক ভার্সন) কুকুরগুলোর একটি সরাসরি ভিডিও সম্প্রচার করে। সেখানে তারা লেখে “আমাদের বাঘগুলো খুবই বড় এবং ক্ষিপ্র।”

সামাজিকমাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে সাধারণ মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখান। এরপর স্থানীয় একটি সংবাদমাধ্যমে চিড়িয়াখানাটি স্বীকার করে, আসলে চো চো জাতের কুকুরের গায়ে রঙ করে সেগুলোকে বাঘ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এরআগে চো চো কুকুরের গায়ে রঙ মেখে সেগুলোকে পান্ডা হিসেবে প্রদর্শন করেছিল চীনের একটি চিড়িয়াখানা। এ নিয়েও সেই সময় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এক নেটিজন লিখেছেন, “চীন যখন কুকুরকে পান্ডা সাজিয়েছিল, তখন এটি কাজে দেয়নি। তারা কীভাবে ভাবল এবার এটি কাজ করবে?” আরেকজন লিখেছেন, “তাদের একই কাজ বারবার করা বন্ধ করতে হবে।”

এনডিটিভিবিডি/৩১জানুয়ারি/এএ

 

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ