নিজস্ব প্রতিবেদক: হত্যা চেষ্টার মামলায় সিআইডি রাজশাহীর উপ-পরিদর্শক (এসআই) সুমাইয়া বেগম লাকীসহ ছয়জনের বিরুদ্ধে আদালত সমন ইস্যু করলেও আদালতে আত্মসমপন করে পাঁচজনকে জামিন দেওয়া। তবে রবিবার মামলার ০২ নম্বর আসামি সুমাইয়া বেগম লাকী আদালতে অনুপস্থিত থাকায় আদালতে উপ-পরিদর্শক (এসআই) সুমাইয়া বেগম লাকী বিরুদ্ধে আবারও সমন ইস্যু করে।
এর আগে রাজশাহীতে হত্যাচেষ্টার অভিযোগে সিআইডি রাজশাহীর উপ-পরিদর্শকসহ (এসআই) ছয়জনের বিরুদ্ধে মামলা করেন এম সুলতান আহমেদ (৩৮) নামের রাজশাহী আঞ্চলিক কর অফিসের মুদ্রাক্ষরিক।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, সম্পত্তির লোভে ছোট ভাইকে হত্যাচেষ্টার অভিযোগে বোন-দুলাভাইসহ ছয়জনের নাম উল্লেখ করে গত ১ জুন রাজশাহী জেলা আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালত ওই মামলাটি তদন্তের জন্য পিবিআই রাজশাহীকে দায়িত্ব দেয়। পরে মামলার তদন্ত পূর্বক সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। আদালত আসামিদের বিরুদ্ধে সমন ইস্যু করলে গতকাল রবিবার ৫ জনকে আত্নসর্ম্পন পূর্বক জামিন দেয়। মামলার ০২ নম্বর আসামি সুমাইয়া বেগম লাকী আদালতে অনুপস্থিত থাকায় আদালতে তার বিরুদ্ধে আবারও সমন ইস্যু হয়।
সূত্র জানায়, ওই মামলার জামিন প্রাপ্ত ১ নম্বর সুরাইয়া বেগম সুইটি বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর প্রধান সহকারী পদে চাকরি করে। জামিন প্রাপ্ত ৪ নম্বর আসামি মামুনুর রহমান রাজশাহী বেতারে ডেইলি বেসেস ( মাম্টার রোলে) টাইপিস পদে চাকরি করে এবং জামিন প্রাপ্ত ০৫ নম্বর আসামি মো: নুরুন্নবী জেলা প্রসাশকের কাযালয় রাজশাহীর, স্থানীয় সরকার শাখায় হিসাব সহকারী পদে চাকরি করে। এছাড়া জামিন প্রাপ্ত ০৬ নম্বর আসামি মো. নুরুল ইসলাম, বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করেন।
এ ব্যাপারে জানতে সুমাইয়া বেগম লাকীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এনডিটিভিবিডি/১৮ফেব্রুয়ারি/এএ