ঢাকা , শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

দেবের ‘রঘু ডাকাত’ ছবিতে থাকছেন অনির্বাণ!

জানুয়ারী ২৮, ২০২৫
বিনোদন
দেবের ‘রঘু ডাকাত’ ছবিতে থাকছেন অনির্বাণ!

নিজস্ব প্রতিবেদক : ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’ ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে। নিটিজেনদের মাঝে গুঞ্জন বছর চারেক পর আবারও এক ছবিতে দেখা যেতে পারে এ তারকা জুটিকে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দেব প্রযোজিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’  সিনেমা মুক্তি পাওয়ার সময় অনির্বাণ ভট্টাচার্য শুভেচ্ছা জানিয়েছিলেন। জল্পনার সূত্রপাত সেখান থেকেই। তবে এবার ‘রঘু ডাকাত’ পরিচালক প্রযোজকদ্বয়ের সঙ্গে প্রাথমিকস্তরে অনির্বাণের কথা হয়েছে।

এদিকে নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন দেব। যেখানে দেখা যায়, সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ নিষ্ঠুর চোখ দেখে ভক্তদের মাঝে আলোচনা হচ্ছে। বর্তমানে ছবির প্রি প্রোডাকশন চলছে পুরোদমে। দিন কয়েক আগেই পরিচালক ধ্রুব ব্যানার্জির সঙ্গে টিম মিটিং করেছেন দেব।

প্রতিবেদনে আরও বলা হয়, এবার অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চরিত্রে কাস্ট করতে চাইছেন নির্মাতারা। ‘রঘু ডাকাত’-এ অভিনেতাকে খলচরিত্রে দেখা যেতে পারে। যদিও নির্মাতারা এই বিষয়ে এখনই খোলসা করতে চাইছেন না।
ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন ধ্রুব। ২০২১ সালে ঠিক কালীপূজার আগে ‘রঘু ডাকাত’ তৈরির কথা ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব ব্যানার্জি। নতুন বছরের পূজাতেই বক্স অফিসে মুক্তি পাবে ‘রঘু ডাকাত’।

এনডিটিভিবিডি/২৮জানুয়ারি/এএ

 

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ