নিজস্ব প্রতিবেদক:ঢাকার কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকা থেকে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- শুভ শেখ (২৭), মো. সুজন খাঁ (২৭), মো. কবির এবং মো. সোহেল। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার ও ছুরি উদ্ধার করা হয়। শনিবার সকালে র্যাব-১০ এর উপপরিচালক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে র্যাব-১০ এর একটি দল ঢাকার কেরাণীগঞ্জ থানার শুভাড্যা এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে শুভ শেখ ও সুজন খাঁ নামের দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও একটি ছুরি উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও গত বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এর অপর একটি দল যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অপর একটি অভিযান চালায়। অভিযানে মো. কবির ও মো. সোহেল নামের দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে কেরাণীগঞ্জ, যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শুভ শেখ বরগুনা জেলার তেবাগী থানার পূর্ব বেতাগী গ্রামের আসলাম শেখের ছেলে ও মো. সুজন খাঁ একই গ্রামের এসকেন খাঁর ছেলে আর মো. কবির ভোলা জেলার লালমোহন থানার কাজিরবাদ গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে ও মো. সোহেল বরিশাল জেলার কাজিরহাট থানার সন্তোসপুর গ্রামের মৃত সুলতানের ছেলে।
এনডিটিভিবিডি/২০জানুয়ারি/এএ