ঢাকা , শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ঢাকায় দৈনিক গড়ে সাতটি করে অগ্নিকাণ্ড

জানুয়ারী ০৩, ২০২৪
অপরাধ
ঢাকায় দৈনিক গড়ে সাতটি করে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বর মাসে ঢাকায় দৈনিক গড়ে সাতটি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সারাদেশে দুই হাজার ৩৬০টি আগুনের ঘটনা ঘটে যা নভেম্বরের চেয়ে বেশি। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় সারা দেশে ১৮ জন আহত ও আটজন নিহত হয়েছেন।

বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

শুধু ডিসেম্বর মাসেই ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৯২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে চারজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বর মাসে সারা দেশে দুই হাজার ৩৬০টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। 

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে নাশকতামূলক অগ্নিসংযোগের কারণে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। গত ২৮ অক্টোবর থেকে বিএনপি ও জামায়াতের ডাকে দফায় দফায় অবরোধ ও হরতালের প্রথম মাসেই বাস-ট্রাক-ট্রেনসহ ২১৭টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে, এর মধ্যে আগুন সন্ত্রাসের শিকার বাসের সংখ্যা ১৩৫টি। এছাড়াও গত মাসে আগুন দেওয়া হয়েছে রাজনৈতিক কার্যালয় ও সরকারি অফিসসহ ১১ স্থাপনায়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিসেম্বর মাসে সারা দেশে ৮২৭টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে ১০০ জন নিহত ও ৮৩৪ জন আহত হন, যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৭৫টি। এছাড়া রান্নাঘরের গ্যাস সিলিন্ডার-জনিত দুর্ঘটনা ২৬টি, গ্যাস লাইনে ত্রুটি-জনিত ৯টি, লিফট দুর্ঘটনা ১২টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৩৪টি দুর্ঘটনা ঘটে। সারা দেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ২৪ জন নিহত হন।

শুধু ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৪০টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৭ জন আহত হয়। এছাড়া ঢাকা বিভাগে ১৮১টি, ময়মনসিংহ বিভাগে ৩৮টি, চট্টগ্রাম বিভাগে ১০৫টি, রাজশাহী বিভাগে ২০৯টি, খুলনা বিভাগে ১১৫টি, সিলেট বিভাগে ১৯টি, বরিশাল বিভাগে ৫১টি ও রংপুর বিভাগে ১০৯টি দুর্ঘটনা ঘটে।

এনডিটিভিবিডি/০৩জানুয়ারি