ঢাকা , মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

ঢাকায় হিরোইনসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

জানুয়ারী ০৮, ২০২৪
অপরাধ
ঢাকায় হিরোইনসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর এলাকা থেকে মো. শওকত আলী নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময়ে তার কাছ থেকে এক কেজি ৫৬৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর দেড়টার সময় র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে এক কেজি ৫৬৪ গ্রাম হেরোইনসহ মো. শওকত আলী নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শওকত আলীর বরাত দিয়ে র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তিনি বেশ কিছুদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জায়গা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছ বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. শওকত আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।  
এনডিডটিভিবিডি/০৮জানুয়ারি/এএ

 

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ