নিজস্ব প্রতিবেদক:ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে চারজন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- আসাদ বেপারি (২০), নান্নু চৌকিদার (২২), সাগর হোসেন (২০) ও আলী হোসেন। এছাড়া র্যাবের নির্বাহী হাকিমের নির্দেশে ওই ভ্রাম্যমাণ আদালত তিন লাখ টাকা দামের দুই হাজার ৭৭৯ কেজি জাটকা ইলিশ জব্দ করে। পরে ওই জব্দকৃত ছাটকা ইলিশ বিনামূল্যে এতিম খানায় দান করা হয়। মঙ্গলবার বিকালে র্যাব-১০ এর উপপরিচালক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত ১০ টা থেকে রাত দুইটা পর্যন্ত র্যাবের নির্বাহী হাকিম মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে ওই ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে চারজন মাছ ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদের মধ্যে আসাদ বেপারিকে ২৫ হাজার, নান্নু চৌকিদারকে ২৫ হাজার, সাগর হোসেনকে ২৫ হাজার ও আলী হোসেনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর নির্বাহী হাকিমের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত তিন লাখ টাকা দামের দুই হাজার ৭৭৯ কেজি জাটকা ইলিশ জব্দ করে। পরে ওই জব্দকৃত ছাটকা ইলিশ বিনামূল্যে এতিম খানায় দান করা হয়।
এনডিটিভিবিডি/১৬জানুয়ারি/এএ