নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে মো. মফিজুল ইসলাম নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময়ে তার কাছ থেকে ১০৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। শুক্রবার সকালে র্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার সময় র্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানার বাইপাইল বগাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০৩ গ্রাম হেরোইনসহ মো. মফিজুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. মফিজুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
এনডিটিভিবিডি/১২জানুয়ারি/এএ