ঢাকা , শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ডিআইজি মোল্যা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তার বদলি

অক্টোবর ০৭, ২০২৪
প্রশাসন
ডিআইজি মোল্যা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক : আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন ডিআইজি, চারজন অতিরিক্ত ডিআইজি এবং ২৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডি থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদ উল্লাহ চৌধুরীকে পুলিশের বিশেষ শাখায় (এসবি), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীরকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে, অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদকে খুলনা ট্রেনিং সেন্টারে এবং রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।

এনডিটিভিবিডি/০৭অক্টোবর/এএ