ঢাকা , শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

দুর্নীতির মামলাসহ পাঁচটি মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জানুয়ারী ১৬, ২০২৪
অপরাধ
দুর্নীতির মামলাসহ পাঁচটি মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মামলাসহ পাঁচটি মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত একযুগ ধরে পলাতক আসামি আবদুল লতিফ’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সোমবার দুপুরে  রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর উপ পরিচালক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পল্টন এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে দুর্নীতি মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল লতিফ ভূইয়াকে গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তারকৃত আবদুল লতিফের বিরুদ্ধে লক্ষীপুরের সদর থানার মামলা নম্বর-৬০,তারিখ-২৬/১২/২০১১, ধারা- দঃবিঃ ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, লক্ষীপুর সদর থানার মামলা নম্বর-৬২,তারিখ-২৬/১২/২০১১, ধারা- দঃবিঃ ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, লক্ষীপুর সদর থানার মামলা নম্বর-০১, তারিখ-০২/০২/২০১০, ধারা- দঃবিঃ ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, লক্ষীপুর জেলার সিআর মামলা নম্বর-৯১৪/১৩ (সদর), ধারা- দঃবিঃ ৪০৬/৪২০ ও কুমিল্লা জেলার সিআর মামলা নম্বর-১৩৭৪/২২ (সদর), ধারা- এনআই এক্ট- ১৩৮। এ সসব মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত এবং ৪৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করার পর তিনি একযুগ ধরে পলাতক রয়েছেন।
গ্রেপ্তারকৃত আবদুল লতিফের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি তার বিরুদ্ধে উল্লেখিত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। তিনি মামলা হওয়ার পর থেকে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তার আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত আবদুল লতিফ ভূইয়ার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ধামতী গ্রামে।
এনডিটিভিবিডি/১৬জানুয়ারি/এএ

 

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ