ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

এ বছর ‘নজরুল পদক’ পাচ্ছেন যে চার গুণীজন

মে ২১, ২০২৪
বিনোদন
এ বছর ‘নজরুল পদক’ পাচ্ছেন যে চার গুণীজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন উপলক্ষে এ বছর চার গুণীজনকে দেওয়া হচ্ছে ‘নজরুল পদক’। সম্প্রতি সেই চার গুণীজনের নাম ঘোষণা করেছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যে চার গুণী ‘নজরুল পদক-২০২৪’ পাচ্ছেন তারা হলেন- শিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ। এর মধ্যে প্রথম দুজন পদক পাচ্ছেন নজরুল সংগীতে এবং পরের দুজন নজরুল গবেষণায়।

আনুষ্ঠানিকভাবে আগামী ২ জুন ঢাকার জাতীয় জাদুঘরে পদকপ্রাপ্তদের হাতে ‘নজরুল পদক’ তুলে দেওয়া হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের পুরস্কার তুলে দেবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর।

এদিকে, আগামী ২৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। দিনটি ঘিরে নানা ধরণের আয়োজন থাকে। সেই ধারাবাহিকতায় ২৪, ২৫ ও ২৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এনডিটিভি/পিআর