নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের কুখ্যাত খুনি “যাবজ্জীবন কারাদণ্ড”সহ ছয়টি মামলায় অভিযুক্ত পলাতক আসামি মো. ফকু খালাসী’কেগ্রেপ্তার করেছে র্যাব-১০। দীর্ঘ ১২ বছর পর মৌলভিবাজারের বড়লেখা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল মৌলভীবাজারের বড়লেখা এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘ এক যুগ ধরে পলাতক খুনি মো. ফকু খালাসীকে গ্রেপ্তার করা হয়।
ফকু খালাসী ফরিদপুরের চরভদ্রাসন থানার মামলা নম্বর-জিআর-২৫/১২,তারিখ-০৬/০৭/১২, ধারা: ৩০২/২০১/৩৪ দণ্ড বিধি; ওই মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃত আসামির বরাত দিয়ে র্যাব জানায়, তিনি ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। মামলা রুজুর পর পুলিশের কাছে গ্রেপ্তার হয়। পরবর্তীতে আদালত থেকে জামিনে বের হয়ে দীর্ঘ এক যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে ফরিদপুরের চরভদ্রাসন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে ।
গ্রেপ্তারকৃত মো. ফকু খালাসী ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চরঅমরাপুর গ্রামের ফজল খালাসীর ছেলে।
এনডিটিভিবিডি/১১জানুয়ারি/এএ