ঢাকা , বুধবার, এপ্রিল ২, ২০২৫

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ রাজনৈতিক দলগুলো থেকে হতাশা ছাড়া আর কিছু পায়নি- ইসহাক

মার্চ ২৯, ২০২৫
বাংলাদেশ
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ রাজনৈতিক দলগুলো থেকে হতাশা ছাড়া আর কিছু পায়নি- ইসহাক

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়ন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। 

শনিবার (২৯ মার্চ ২০২৫) বেলতলী উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১নং বিজয়পুর ইউনিয়নের আহবায়ক মো. ছায়িম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক কবি ও ছাত্রনেতা আহমেদ ইসহাক।

ছাত্রনেতা আহমেদ ইসহাক তার বক্তব্যে বলেন— বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ রাজনৈতিক দলগুলো থেকে হতাশা ছাড়া আর কিছু পায়নি। কারণ তারা রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ জনগণের সামনে হাজির করতে পারেনি। যখন ছাত্ররা সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনে বৈষম্যবিরোধী আন্দোলনের ডাক দিয়েছে, মানুষ সম্পূর্ণ অপরিচিত ছাত্রদের ডাকে গণ-অভ্যুত্থান সংগঠিত করেছে। মানুষ সুনির্দিষ্ট কোন দল বা ব্যক্তিকে ক্ষমতায় দেখতে চায় না, মানুষ চায় এই রাষ্ট্র কাঠামোর সংস্কার।  

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সংগঠক: নাজমুল হোসাইন সদর দক্ষিণ উপজেলা আহব্বায়ক: সাব্বির মজুমদার সদর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহবায়ক: কামরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র-যুব সমাজ।

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ