নিজস্ব প্রতিবেদক : আগামী দিনে গবেষণা, শিক্ষা ও চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) নতুন দিগন্ত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য বলেন, মহান বিজয় দিবস হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এই দিবসে আমরা অঙ্গীকার করছি আগামী দিনে আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা, শিক্ষা ও চিকিৎসার নতুন দিগন্ত হবে। আগামী দিনে আমাদের একমাত্র লক্ষ্য হবে আন্তর্জাতিক মান অর্জন। এই অঙ্গীকার বাস্তবায়ন ও লক্ষ্য পূরণে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।
এসময় উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া, মোনাজতসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিএসএমএমইউ প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে বিএসএমএমইউতে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ আয়োজিত রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। পরে তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্রসহ আহত রোগীসহ বিএসএমএমইউতে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের উন্নতমানের খাবার পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো.শাহিনুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখ।
এনডিটিভিবিডি/১৬ডিসেম্বর/এএ