ঢাকা , মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪

গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায় নতুন দুই হাত পেলেন এক চিত্রশিল্পী

মার্চ ০৮, ২০২৪
বিজ্ঞান ও প্রযুক্তি
গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায় নতুন দুই হাত পেলেন এক চিত্রশিল্পী

পেশায় ছিলেন চিত্রশিল্পী। রঙ-তুলিই ছিল জীবন। ছবি এঁকেই উপার্জন করতেন অর্থ। আর সেই দুই হাতই কিনা কাটা পড়েছিল ট্রেন দুর্ঘটনায়। দুর্বিষহ হয়ে উঠেছিল জীবন। রোজগার নেই, সংসারেও দিনাতিপাত হয় বহু কষ্টে। এমন অবস্থাতেই ব্রেইন ডেড এক নারীর দান করা হাত জোড়া লেগেছে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অপারেশন চলার পর ভারতের দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায় নতুন এই দুই হাত পেলেন ওই চিত্রশিল্পী।

বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে ।

এনডিটিভি জানিয়েছে, অঙ্গদানকারী ওই নারীর নাম মিনা মেহতা। তিনি দক্ষিণ দিল্লির একটি স্বনামধন্য স্কুলের সাবেক প্রশাসনিক প্রধান ছিলেন। চিকিৎসকরা তাকে ব্রেইন ডেথ ঘোষণা করেন। মৃত্যুর আগে তিনি অঙ্গদান করে গিয়েছিলেন।

মেহতার এ অঙ্গদানের ফলে চারজনের জীবনে আলো ফিরেছে। এরমধ্যে তার কিডনি লিভার ও কর্নিয়া অন্য তিনজনের দেহে প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া তার হাত অন্যের শরীরে প্রতিস্থাপনের মাধ্যমে ইতিহাস গড়েছেন চিকিৎসকেরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনায় দুই হাত হারিয়ে আর কোনোদিন রঙ-তুলি ধরতে পারবেন না ভেবেই অবসাদে চলে যাচ্ছিলেন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। কিন্তু জীবন তাকে নতুন সুযোগ দিলো। চিকিৎসকদের দক্ষতায় নতুন দুই হাত পেয়েছেন তিনি। আর এতে করে আবারও তিনি ধরতে পারবেন রঙ-তুলি।

চিকিৎসকরা জানিয়েছেন, হাত প্রতিস্থাপনের জন্য ১২ ঘণ্টার বেশি সময় ধরে অপারেশন করেছেন। এ সময়ে দাতা ও গ্রহীতার দুজনের হাতের প্রতিটি ধমনী পেশী, টেন্ডন ও স্নায়ুকে জোড়া লাগানো হয়েছে। দাতার থেকে নেওয়া হাত প্রতিস্থাপনকারীর শরীরে মিলেও গেছে। নতুন দুই হাত দিয়ে এখন সব কাজই করতে পারবেন তিনি।