ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

হানিফ ফ্লাইওভারে টোল প্লাজায় বাসে আগুন

ডিসেম্বর ২৩, ২০২৩
বাংলাদেশ
হানিফ ফ্লাইওভারে টোল প্লাজায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজা থেকে একটি বাস বের হওয়ার পরপরই যানটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।তিনি জানান, খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ওয়ারী থানার ওসি জানে আলম মুন্সী বলেন, যাত্রাবাড়ীর কাজলা থেকে ছেড়ে আসা বাসটি টোল প্লাজা অতিক্রম করার পরপরই সেটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এনডিটিভি/২৩ ডিসেম্বর