ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

হাসপাতালে ভর্তি বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি, কী হয়েছে অভিনেত্রীর?

মে ১৫, ২০২৪
বিনোদন
হাসপাতালে ভর্তি বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি, কী হয়েছে অভিনেত্রীর?

বলিউডের ‘ড্রামা কুইন’ খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি তিনি। তারই একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

সেসব ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শয্যাশায়ী রাখি। তার চোখ বন্ধ, এক হাতে চ্যানেল করা। ওষুধ যাচ্ছে। আরেক হাতে পালস অক্সিমিটার লাগানো। সমানে তার ব্লাড প্রেসারও মনিটর করা হচ্ছে।

তবে রাখির কী হয়েছে, তা স্পষ্ট নয়। তার প্রাক্তন স্বামী আদিল খানও জানিয়েছেন, তিনি রাখির অসুস্থতা সম্পর্কে এখনো কিছু জানেন না। তবে শিগগিরই গোটা বিষয়টা তিনি প্রকাশ্যে আনবেন।

কেউ কেউ রাখি কেন হাসপাতালে ভর্তি, কী হয়েছে তার, জানার জন্য উদগ্রীব হয়ে আছেন। কেউ কেউ আবার বলছেন, সবটাই রাখির ভড়ং। তার কিছুই হয়নি। তবে এসব পাবলিসিটি স্টান্ট নাকি রাখি সত্যিই অসুস্থ, তা সময় এলেই বোঝা যাবে।

কিছুদিন আগে রাখি একটি অনুষ্ঠানে লাল তোয়ালে পরে হাজির হয়েছিলেন। তার সেই সাজের ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে তাকে পাপারাৎজ্জিদের সঙ্গে নানা মজা মশকরা করতে দেখা যায়।

এনডিটিভি/পিআর