ডেস্ক রিপোর্ট: জাপানে নিক্কেই ৩০তম ‘ফিউচার অব এশিয়া’ ইভেন্টে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৯ ও ৩০ মে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জাপানের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো টোকিওতে অনুষ্ঠেয় এই ইভেন্টে যোগ দিতে অধ্যাপক ইউনূসকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
ইভেন্টে প্রধান উপদেষ্টার সাথে আরও যোগ দিবেন কম্বোডিয়ার প্রেসিডেন্ট হুন ম্যানেট, সিঙ্গাপুরের ডেপুটি প্রধানমন্ত্রী জ্ঞান কিম ইয়ং, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির বিন মোহাম্মদ ছাড়াও বিশ্ব নেতারা।
কর্মকর্তারা জানিয়েছে, প্রধান উপদেষ্টা নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে ড. ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে উভয় দেশই কাজ করছে।