ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ডিসেম্বর ২৬, ২০২৩
রাজনীতি
জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এখানে কোন ধরনের সভা সমাবেশের জন্য কাউকেই। দাঁড়াতে দিচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনী।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই এমন কড়াকড়ি অবস্থানে আছে জননিরাপত্তা বাহিনী।

 

জাতীয় প্রেস ক্লাবের সামনে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রেস ক্লাবের সামনেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা। এছাড়া পাশেই প্রস্তুত রাখা আছে প্রিজনভ্যান ও পুলিশভ্যান। অপর পাশের সড়কে প্রশুত রাখা আছে জলকামান এবং এপিসি (রায়টকার)। অন্যদিকে কদম ফোয়ারার সামনে এবং প্রেস ক্লাবের শেষ প্রান্তেও মোতায়েন করা আছে আইন-শৃঙ্খলা বাহিনী।

জাতীয় প্রেসক্লাবের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সম্পর্কে  জানতে চাইলেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সভা-সমাবেশের জন্য আসা কাউকে বাধা দেওয়া হচ্ছে না। এটি একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া। বরং নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

প্রেস ক্লাবের সামনে দায়িত্ব পালন করা শাহবাগ থানার পেট্রোল পরিদর্শক সরদার বুলবুল আহমেদ বলেন, স্বাভাবিকভাবেই আমরা এখানে দায়িত্ব পালন করছি। তবে আগের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাউকেই বাধা দেওয়া হচ্ছে না। বরং নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

(এনডিটিভি/২৬ডিসেম্বর/এনএস)