:
রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকার একটি বাসা থেকে মোছাঃ মিম আক্তার (১৯)নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
শুক্রবার(২২ ডিসেম্বর)রাতের দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মোছাঃ সোনিয়া পারভিন জানান,আমরা খবর পেয়ে খিলগাঁও সিপাহীবাগ এলাকার ষষ্ঠ তলার বাসা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করি।পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমরা আত্মীয় কাছে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করেছে।তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতে স্বামী শামীম শিকদার জানান,আমার স্ত্রী অতিরিক্ত রাগীও জেদী ছিল পারিবারিক বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয় এই বিষয় নিয়ে অভিমান করে সে গলায় ফাঁস দেয়।তিনি আরো জানান,আমার স্ত্রীর বাসা বাড্ডা উত্তর বাড্ডা এলাকার মোঃ শামীম শিকদারের মেয়ে,বর্তমানে সিপাহী বাগের টেম্পূ স্ট্যান্ড এলাকার ২২৩/১ নম্বর বাসার ষষ্ঠ তলায় স্বামী মোঃ ইমাম হোসেনের সাথে থাকতেন। এক ভাই এক বোন নিহত এক ভাই এক বোন।
ঢাকা ২৩ ডিসেম্বর। এএ