ঢাকা , শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ক্ষমতায় গেলে কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে: রফিকুল ইসলাম

জানুয়ারী ২৬, ২০২৫
রাজনীতি
ক্ষমতায় গেলে কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে: রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় আধিপাত্য বিস্তারের জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সিনেট সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার ইসলামী সংস্কৃতি থেকে দেশকে বের করে বিজাতিদের সংস্কৃতির দিকে তরুণ প্রজন্মকে ঢুকিয়ে দিয়েছে। সংস্কৃতির নামে বেহায়াপনার মাধ্যমে ছাত্র, তরুণ ও যুব সমাজকে বিপথগামী করেছে। কারণ এই যুবসমাজ যদি ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে ওঠে, তবে আওয়ামী লীগ দেশে ভারতীয় আধিপাত্য বিস্তার করতে পারবে না। কেবল ভারতীয় আধিপত্য বিস্তারের জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া হলে, দেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হবে ছাত্র ও যুবসমাজকে। ইসলামী সংস্কৃতি ও জ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশকে বিশ্ববাসী অনুসরণ করবে এমন কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ ও ট্রাস্টের সেক্রেটারি যাইনুল আবেদীন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শামসুল আলম, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নুরুল হক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর মুহাম্মাদ অলিউল্লাহ প্রমুখ।

ছাত্র সংসদের জি এস তোফায়েল আহমেদ এবং হাফেজ খালেদ সাইফুল্লাহ বকশির সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এনডিটিভিবিডি/২৬জানুয়ারি/এএ

 

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ