নিজস্ব প্রতিবেদক: শিশু কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এ্যাহেড বাংলাদেশ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
স্টেপ এ্যাহেড বাংলাদেশ কুলাউড়ার স্বেচ্ছাসেবীরা বুধবার দিবাগত রাতে কুলাউড়া রেল স্টেশন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এই কর্মসূচিতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন।
স্কুলের শিশু-কিশোরদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন বিগত ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় তারা এই কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করেছে ।
এনডিটিভিবিডি/ ২৮ ডিসেম্বরিএএ