ঢাকা , সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

লালমনিরহাটে তামাক ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

মার্চ ৩০, ২০২৪
বাংলাদেশ
লালমনিরহাটে তামাক ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল রোমান। তার সন্ধানে এলাকায় মাইকিং করে তার পরিবার। এদিকে আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই এলাকার একটি তামাকের ক্ষেতে শিশু রোমানের মরদেহ অর্ধেক মাটিতে পুতে রাখা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, গতকাল থেকে রোমানকে তার পরিবার খোঁজাখুঁজি করছিল। আজ বিকেলে তার দেহ তামাক ক্ষেত পড়ে থাকতে দেখেন স্থানীয় একজন কৃষক। রোমানকে মাটিতে অর্ধেক পুতে রাখা হয়েছিল, তার মাথা এবং পায়ের কিছু অংশ বাইরে ছিল।

বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, মৃত্যুর কারণ জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। খুব শীঘ্রই রোমানের মৃত্যু রহস্য উদঘাটন সম্ভব হবে।