নিজস্ব প্রতিবেদক : দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাচ্ছে ছোটপর্দার তারকা মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। দলবল নিয়ে ছবির প্রচারণায় নেমেছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত। আজ বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছবির পোস্টার সাঁটতে দেখা যায় তাদের। সেখানে টিএসসির সড়কদ্বীপে ঢাকা ইউনিভার্সিটি স্ন্যাকস (ডাস)-এর দেয়ালে তনুর গ্রাফিতি ঢেকে তার ওপর ‘প্রিয় মালতী’ ছবির পোস্টার সাঁটেন তারা।
ধর্ষণ ও হত্যার শিকার কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর এভাবে পোস্টার সাঁটায় ক্ষুব্ধ হয়েছেন অনেকে। তনুর ছবিটি ছিল একটি চিত্রকর্ম ও প্রতিবাদের বার্তা। অনেকে বলছেন, সিনেমার মালতী নাকি বাস্তবের তনু, কে বেশি প্রিয়? ঢাকা ট্রিবিউনের ফেসবুক লাইভে মন্তব্য করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে। সেখানে সুমাইয়া ইসরাত জুঁই লিখেছেন, ‘মেহজাবিন কি অন্ধ! তনুর গ্রাফিতির উপর পোস্টার লাগালো!’ আফরিন জাহান লিখেছেন, ‘মেহজাবিন না হয় খ্যাতি পাইতে পাইতে মাথা খারাপ হয়ে গেছে। আপনারা যারা ছিলেন তারা ওকে মানা করতে পারেন নাই?’ রেজা রহমান লিখেছেন, ‘পোস্টার দিয়ে কেন চিত্রকর্ম ঢেঁকে ফেলা হলো?’
‘প্রিয় মালতী’ সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। ছবিতে তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনে ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিবাহবার্ষিকীতে নৌকায় ভেসে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, মালতীকে আকস্মিকভাবে উপহার দেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি – সবকিছুই চলছিল ছন্দে ছন্দে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় তাদের সবকিছু এলোমেলো হয়ে যায়। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘প্রিয় মালতী’ সিনেমা বানানো হয়েছে।
‘প্রিয় মালতী’ সিনেমাটি এরই মধ্যে দেখানো হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে। অনেকেই মন্তব্য করেছেন, ঘটনাটি ইচ্ছাকৃতভাবেই ঘটানো হয়েছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ছবির প্রচারণায় বিশেষ অবদান রাখবে, সেটাই ছিল পরিকল্পনা।
এনডিটিভিবিডি/১৮ডিসেম্বর/এএ