নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকারের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারি আইনগত সহায়তার হেল্পলাইন ১৬৪৩০ নম্বরে ফোন করে সহায়তা চাওয়া যাবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যদি কোন ব্যক্তি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলার শিকার হয়ে থাকেন, তবে তাকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার লিগ্যাল এইড হেল্পলাইন কলসেন্টারের ১৬৪৩০ নম্বরের (টোল ফ্রি) মাধ্যমে ভিকটিম সাপোর্ট বা আইনি সহায়তা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে আরও বলা হয়, তাই আইনি সহায়তা পেতে অফিস সময়ের মধ্যে লিগ্যাল এইড হেল্পলাইন ১৬৪৩০ নম্বরে (টোল ফ্রি) যোগাযোগ করুন।
এর আগে বুধবার (১৪ আগষ্ট) এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, এই বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা, হয়রানিমূলক মামলা হয়েছিল, সেগুলো প্রত্যাহার সম্পন্ন হবে। ৩১ আগস্টের মধ্যে সারাদেশে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা দিন-রাত কাজ করছেন।
এনডিটিভিবিডি/১৫আগস্ট/এএ