নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভার মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি সৈয়দ আশফি আহম্মেদকে গ্রেপ্তার করেছে র্যাব-২। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. শিহাব করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ১০ টার সময় সাভার মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি সৈয়দ আশফি আহম্মেদকে মোহাম্মদপুর এলাকা গ্রেপ্তার করে র্যাব-২।
মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি আশফি আহম্মেদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর সাথে পরিচয় হয়। আর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে আশফি আহম্মেদ ভুক্তভোগীকে বিয়ের আশ্বাস দিয়ে গত ২০২২ সালের ৪ অক্টোবর থেকে সাভার মডেল থানার ভাটপাড়া, রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় নিয়ে প্রায় দুই মাস ধরে ধর্ষণ করে। এতে ভুক্তভোগী সন্তান সম্ভবা হলে, সন্তান হওয়ার পর বিয়ে করবে বলে তাকে কৌশলে বুঝিয়ে ভুক্তভোগীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ২০২৩ সালের ২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ছেলে সন্তান হয়। সন্তান হওয়ার পর ভুক্তভোগী বিবাহের কথা বললে, আসামি বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকে। এছাড়াও আসামি ভুক্তভোগীর সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ওই ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃত আসামিকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সৈয়দ আশফি আহম্মেদ ঢাকা জেলার আশুলিয়া থানার সৈয়দ ফিরোজ আহম্মেদের ছেলে।
এনডিটিভিবিডি/১৭জানুয়ারি/এএ