নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলের বহুতল ভবন সিটি সেন্টারের শেয়ার ও মালিকানা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিচারপতি আহমেদ সোহলের হাইকোর্টের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ব্যারিস্টার নাজিরুল আলম রনি।
এর আগে মালিকানা ও শেয়ার সংক্রান্ত জটিলতায় সিটি সেন্টার ও এর সব সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়ে কোম্পানি কোর্টে মামলা দায়ের করা হয়। বেলহাসা একুইয়াম ইঞ্জিনিয়ারিং কোম্পানি এ মামলা দায়ের করেন। আইনজীবীরা বলেন, সিটি সেন্টারের ৭৫ শতাংশ শেয়ার বেলহাসা একুইয়াম ইঞ্জিনিয়ারিং কোম্পানির। কিন্তু এ ভবন বর্তমানে ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিমের দখলে রয়েছে।
এনডিটিভিবিডি/২২অক্টোবর/এএ