ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

নায়িকা মাহিকে জুতাপেটা করার হুমকি; নৌকার সমর্থককে কারণ দর্শানোর নোটিশ

ডিসেম্বর ২৪, ২০২৩
বিনোদন
নায়িকা মাহিকে জুতাপেটা করার হুমকি; নৌকার সমর্থককে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহিকে জুতাপেটা হুমকি দিয়েছেন মাহাবুব রহমান মাহাম নামে এক স্থানীয় সৈনিকলীগ নেতা। এছাড়াও মাহিকে নৌকার প্রার্থী এমপি ফারুক চৌধুরীর বাড়ির কাজের মেয়েরও যোগ্য না বলে মন্তব্য করেছেন এই নেতা।

 

এছাড়া ফেসবুক লাইভে এসে জুতা দেখিয়ে মাহিকে এলাকা থেকে তাড়ানোরও হুমকি দেন কথিত সৈনিক লীগের জেলা সাধারণ সম্পাদক মাহাবুর রহমান মাহাম।

 

স্থানীয় নৌকা প্রার্থীর এই সমর্থককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রবিবার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং রাজশাহী-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আবু সাঈদ এই নোটিশ দেন। নোটিশে আগামী বুধবার সকাল সাড়ে ১০ টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে তাকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, বিভিন্ন প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্র নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়েছে যে, আপনি গত ২৩/১২/২০২৩ খ্রিঃ তারিখে রাত্রী অনুমান ২২.৫০ ঘটিকায় Md. Mahabur নামক ফেসবুক আইডি যার লিংক https://www.facebook.com/profile.php?id=100083562294032 & mibextid=2bWKWL হতে স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী শারমিন আকতার নিপা মাহিয়া এর নির্বাচনী প্রচার প্রচারনা বাধাগ্রস্থ করার জন্য তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানসম্মান হানিকর ভিডিও বক্তব্য প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে নির্বাচনী প্রচার প্রচারনা চালালে শারমিন আকতার নিপা মাহিয়া কে জুতা পেটা করা ও নির্বাচনি প্রচারনায় বাধা প্রদানের হুমকিসহ যে কোন বড় ধরনের ক্ষতি করবেন বলে উক্ত ভিডিওতে প্রকাশ করেন। আপনার উক্ত আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ক) লঙ্ঘণ করেছেন যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।

 

নোটিশে আরও বলা হয়, এমতাবস্থায়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি বিধি ১১ (ক) লঙ্ঘণের দায়ে আপনার বিরুদ্ধে কেন উল্লেখিত বিধিমালার বিধি ১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তৎমর্মে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ২৭/১২/২০২৩ খ্রিঃ তারিখ রোজ বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।


এনডিটিভি/২৪ ডিসেম্বর/এনএস