ঢাকা , রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

নির্বাচনে থাকছে দুইশ’র বেশি বিদেশি পর্যবেক্ষক

জানুয়ারী ০৩, ২০২৪
বাংলাদেশ
নির্বাচনে থাকছে দুইশ’র বেশি বিদেশি পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার বিকাল পর্যন্ত  ১৮৬ জন পর্যবেক্ষক-সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন যাদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৫৯ জন গণমাধ্যমকর্মী। 
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আরো কিছু বিদেশি পর্যবেক্ষকের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, সব মিলিয়ে ২০০ এর বেশি হবে।
ইসির জনসংযোগ শাখা থেকে অনুমোদিত বিদেশি পর্যবেক্ষকদের তালিকা থেকে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের চার, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআইর ১২, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) ছয়, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের এক, এসএনএএস আফ্রিকার দুই, মুসলিম কমিশন নেপালের দুই, যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসির এক, আফ্রিকা হাউজ লন্ডনের দুই, বি স্ট্রাটেজিক পার্টনারের (ব্রিটিশ) এক, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অরগানাইজেশনের (জাপান) এক, মুতাশ ক্রিয়েট রিসার্চের (জাপান) এক, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) এক, শ্রীংলকার মেম্বার অব পার্লামেন্টের এক জন এবং অস্ট্রেলিয়ার এক জন গবেষক রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরামের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক।
এছাড়াও জাপানের এক নাগরিক, মালদ্বীপের অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল লিং এর তিন জন, ব্রিটিশ হাইকমিশন ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অরগানাইজেশনের (থাইল্যান্ড) একজন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ডের একজন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কংগ্রেসের দুই জন, আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটিজিসের একজন, আমেরিকার এক ব্যবসায়ী, জাপান দূতাবাসের ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্সের ১২ জন, ব্রিটিশ পার্লামেন্টের দুই জন, ভারতের এক নাগরিক, এসএনএএস আফ্রিকার একজন, নেপাল সরকার ও বিভিন্ন দলের পাঁচ জন, নেপালের দীপেন্দ্র কন্ডেল ইনিশিয়েটিভের তিন জন, মালয়েশিয়ার তিন জন, দ্যা গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তিন আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেডের নরওয়ের এক জন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটির এক জন ইরাকি, এক জন কানাডিয়ান নাগরিক ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির একজনও সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
৫৯ জন সংবাদিকদের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের এক জন, ইইউ রিপোর্টার এক জন, জার্মানির জুঙ্গে ফ্রেইহেটের একজন, দিল্লি টেলিভিশন লিমিটেডের দুই জন, জাপানের দি ইয়োমিরি সিমবানের এক জন, ভারতের আজকাল পত্রিকার এক জন, জাপানের কিওডু নিউজের এক জন, ভারতের দ্য অ্যাসোসিয়েট প্রেসের তিন জন, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার দুই জন, জার্মানির এআরডি জার্মান রেডিওর দুই জন ও ভারতের আনন্দবাজার পত্রিকার এক জন।
এছাড়াও জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকে (জাপান ব্রডকাস্টিং করপোরেশন) এর পাঁচ জন; নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেডের  এক জন; ভারতের ডিএসটিভি দার্জিলিংয়ের এক জন, উত্তরবঙ্গ সংবাদের এক জন, দ্য টেলিগ্রাফের এক জন, এএনআইয়ের এক জন, এবিপি নিউজের দুই জন, আজকাল পা্বলিশার্স লিমিটেডে’র একজন, এবিপি নেটওয়ার্কের দুই জন, এএনএম নিউজের এক জন ও জি মিডিয়ার দুই জন; বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) চার জন; এরাইজ নিউজের এক বিট্রিশ; ফ্রান্সের প্যারিস লা মন্ডে’র এক জন; সুইডিশ রেডিয়োর এক জন; এএফপির সাত জন; রয়টার্সের দুই ভারতীয়; আল জাজিরার এক ব্রিটিশ; অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক জন; চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দুই ভারতীয়; এআরডি জার্মান টিভির এক ভারতীয়; কলকাতার সংবাদ প্রতিদিনের একজন; দ্য ওয়াল কলকাতার এক জন; ব্রিটিশ এক ফ্রিল্যান্সার ও বেলজিয়ান এক জন সাংবাদিকদের ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককেও অনুমোদন দিয়েছে ইসি। এদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন।
আগামী ৬ জানুয়ারি দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন।

এনডিটিভিবিডি/০৩জানুয়ারি