কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মো. সদর উদ্দিনের পুত্র মো. রফিকুল ইসলামের বাড়িতে গতকাল আনুমানিক বিকেল পৌনে চারটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় কুল ইসলাম বলেন তার চারটি ঘর সহ রান্নাঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে না আনলে আশপাশের আরো বেশ কয়েকটি ঘর পুড়ে যেত বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায় নাই।