ঢাকা , সোমবার, জুলাই ২১, ২০২৫

অক্সফোর্ড ব্রীজ স্কুলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত

Jul ২০, ২০২৫
বিবিধ
অক্সফোর্ড  ব্রীজ স্কুলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তদান বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে রাজধানীর অক্সফোর্ড ব্রীজ স্কুল।

রবিবার (২০ জুলাই) সকালে মোহাম্মদপুরের মাদ্রাসা রোডের স্কুল ভেন্যুতে স্কুলের ১৩ বছর পূর্তি উপলক্ষে এ রক্তদান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে রক্তদান ও সংগ্রহ বিষয়ক সহযোগিতা করে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

দীর্ঘ পথচলার মুহূর্তকে আরো গৌরবময় ও স্মরণীয় করে রাখতেই রক্তদানের মতো মানবিক এই আয়োজন করে স্কুলটি। দুুপুর পর্যন্ত আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দান করেন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এসময় রক্তদানের গুরুত্ব সম্পর্কে স্কুলের অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের উদ্বুদ্ধ করা হয়।

রক্তদানের মতো মহতী এ কর্মসূচির সহ-আয়োজক ছিল স্মার্ট কিডস ইন্টারঅ্যাক্টিভ স্কুল ও মহসিন’স স্মার্ট ইংলিশ লার্নিং। অক্সফোর্ড ব্রীজ স্কুল কর্তৃপক্ষ মনে করে, শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার পাশাপাশি মানবিক এমন কাজেও তারা সবসময় সম্পৃক্ত থাকতে চায়।

এনডিটিভিবিডি/২০জুলাই/এএ